জাকির হোসেন, দীঘিনালা
স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা করে পার্বত্য চট্টগ্রামে পর্যটক ভ্রমণে বিরত থাকার নিষেধাজ্ঞা দ্রæত সময়ে তুলে নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে মঙ্গলবার এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপজেলা পরিষদের কমিউিনিটি সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামন ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে সহনশীল হওয়ার আহŸান জানিয়ে আরো বলেন, সরকারের কাছে পাহাড়ি-বাঙালি বলতে আলাদা কিছু নাই, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার সকলের সমান অধিকার। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে সকলের বেঁচে থাকার এবং ধর্ম পালনের অধিকার আছে। তিনি আরো বলেন, পাহাড়ে ব্যবসা-বাণিজ্য করা থেকে শুরু করে সব কিছুতেই চাঁদা দিতে হয়। চাঁদার রাজনীতি ছেড়ে গণতান্ত্রিক রাজনীতি করার পরামর্শ দেন তিনি।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থিক অবস্থা এখনো তেমন ভালো হয়নি। আর্থিক উন্নয়নের জন্য সকলে মিলেমিশে ব্যবসা-বাণিজ্য করতে হবে।
এছাড়া আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি দীঘিনালায় সহিংস ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনারও প্রতিশ্রæতি দেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, নবকমল চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম শফি, পাড়াপ্রধান হেমব্রত কার্বারী, প্রেসক্লাব সভাপতি সোহেল রানা, চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আনন্দ মোহন চাকমা, বোয়াঅলখালি ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নলেন্দ্রলাল ত্রিপুরা, ইসলমিক শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দীঘিনালা ক্দ্রেীয় জামে মসজিদের ইমাম মাও. জামালুল হাসান প্রমূখ।
সভা শেষে দীঘিনালা লারমা স্কয়ার বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৩৬ জনের মাঝে মোট সাত লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা দেন উপদেষ্টা। এছাড়া সহিংস ঘটনায় নিহত ধনরঞ্জন চাকমার পরিবারের হাতে এক লক্ষ টাকা তুলে দিয়ে একটি ঘর নির্মাণের ব্যবস্থা করা হবে বলেও আশ^াস দেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।