জেলার বসবাসরত মানুষের কল্যাণের লক্ষ্যে বিভাগীয় প্রধানদের পরিষদে অনুষ্ঠিত প্রত্যেক মাসিক ও উন্নয়নসভায় উপস্থিত থেকে সুপরামর্শ ও মতামত প্রদানেরও আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
রোববার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান একথা বলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, জেলার পর্যটন সেক্টরকে আরো উন্নয়ন করার লক্ষ্যে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করে পর্যটকদের এ জেলার প্রতি আরো আকর্ষন বাড়াতে হবে। তিনি বলেন, পর্যটন সেক্টরকে ঘিরে এখানকার অনেক প্রতিষ্ঠান ও জনজীবন সম্পৃক্ত রয়েছে। এখানকার উৎপাদিত হস্থশিল্প সামগ্রী, যানবাহন, হোটেল, মোটেল ও সংস্কৃতি সবকিছুই এই পর্যটন সেক্টরের সাথে নিবিড়ভাবে জড়িত। তাই এ সেক্টরকে আরো উন্নয়ন করার জন্য মাষ্টারপ্ল্যানের মাধ্যমে কনসালটেন্ট নিয়োগের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন এবং নতুন পরিকল্পনার মাধ্যমে পর্যটনের বিকাশ ঘটানো হবে বলেও জানান তিনি।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় সভায় পরিষদের নব নিযুক্ত সদস্যগন, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্তকর্তা অরুনেন্দু ত্রিপুরা, সহকারী প্রকৌশলী পরাক্রম চাকমাসহ হস্থান্তরিত বিভাগের বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি জানান, জেলায় স্বাস্থ্য বিভাগের উন্নয়নে কনসালটেন্ট নিয়োগের জন্য মন্ত্রনালয়ে পত্র প্রেরন করা হয়েছে। এছাড়া রাঙামাটি জেনারেল হাসপাতালের বাউন্ডারী দেওয়াল এর পাশে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সে স্থাপনাগুলো উচ্ছেদ্দের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে পত্র প্রেরণ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি জানান, জেলার ২টি আবাসিক বিদ্যালয়ের জন্য এখনো কোন বরাদ্দ পাওয়া যায়নি। এছাড়া সংস্কারের জন্য জেলার জরাজীর্ণ ২৬টি বিদ্যালয়ের তালিকা ইতোমধ্যে জেলা পরিষদে প্রেরণ করা হয়েছে। অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলকে সংবর্ধনা দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ৭ম শ্রেণীতে মেধা ভিত্তিক বৃত্তি ফলাফল চুড়ান্ত করা হয়েছে খুব শীর্ঘই আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
সভায় পরিষদের হস্তান্তরিত বিভাগের অন্যানো কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের কার্যক্রম, সমস্যা ও মতামত উপস্থাপন করেন এবং চেয়ারম্যান ও সদস্যগন উপস্থাপিত সমস্যা ও মতামত গুলো গুরুত্বের সাথে আলোচনা করে সমাধানের পরামর্শ এবং পরিষদ হতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
পর্যটনের উন্নয়নে শীঘ্রই নতুন পরিকল্পনা
পার্বত্য উন্নয়ন
2 Mins Read
Previous Articleপাবলাখালীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
Next Article ভুয়া এনজিও’র নাম ‘চাঁদের হাসি’ !
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.