সাইফুল হাসান
রাঙামাটির হাউজবোট, আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট মালিকদের সাথে কোতয়ালী থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার কোতয়ালী থানায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় রাঙামাটি পার্বত্য জেলার হাউজবোট, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট মালিক এবং সংশ্লিষ্ট সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিয়ম করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম এবং কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন।
মতবিনিময় সভায় আসন্ন পর্যটন মৌসুমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন সতর্কতা এবং সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ, পর্যটকদের হয়রানী রোধ করত রাঙামাটি শহরকে পর্যটকবান্ধব শহরে পরিণত করাসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
এতে কোতয়ালি থানার পক্ষ থেকে রাঙামাটির হাউজবোট, আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট মালিকদের মাঝে সচেতনতামূলক লিপলেট বিতরণ করা হয়।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, পর্যটন নগরী পার্বত্য জেলা রাঙামাটিকে যেনো পর্যটন বান্ধব করে গড়ে তুলা যায় এবং সার্বিক আইনশৃঙ্খলা যেনো সুষ্ঠ ও স্বাভাবিক থোকে সে জন্য আমাদের এই উদ্যোগ। আশা করি আমাদের এই সচেতনতা মূলক প্রচারণার মধ্যদিয়ে আমরা পর্যটকদের সেবা নিশ্চিত সহ জেলার পর্যটন খাতকে উন্নত করতে সহযোগিতা করতে পারবো।