অর্ণব মল্লিক
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় ফেরীঘাটের ফেরীর পল্টুন মেরামতের পর বুধবার (৯ আগষ্ট) সকাল থেকে ফেরী পারাপার আবারো স্বাভাবিক হয়েছে। এর আগে গত সোমবার বিকালে কর্ণফুলী নদীতে তীব্র পানির স্রোতে ফেরীর পল্টুন ক্ষতিগ্রস্থ হয় এবং ফেরী চলাচলে বাধা সৃষ্টি হয়।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাাটি জেলা সড়ক ও জনপদ অধিদপ্তর এর সহকারি প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা জানান, চন্দ্রঘোনা ফেরীঘাটের পল্টুন কর্ণফুলী নদীর তীব্র স্রোতে গত সোমবার বিকালে ক্ষতিগ্রস্থ হয় পরে গত মঙ্গলবার রাত ৮টায় ফেরীর পল্টুন মোটামুটি মেরামত করে ফেরী চলাচলের উপযোগী করা হয়। এবং বর্তমানে ফেরী চলাচল একদম স্বাভাবিক রয়েছে। এছাড়া টানা বর্ষণে কর্ণফুলী নদীতে তীব্র স্রোত না থাকলে আরো দ্রুত সময়ে এটি মেরামত করা সম্ভব হতো বলে তিনি জানান।
প্রসঙ্গত, কাপ্তাই চন্দ্রঘোনা ফেরীঘাটে একটি সেতুর অভাবে হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে কর্ণফুলী নদীতে জোয়ার কিংবা বর্ষায় পানি বাড়লে ফেরী চলাচল বন্ধ হয়ে যায়। ওইসময় জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট বোটযোগে জনসাধারনকে নদী পার হতে হয়। এছাড়া এই সড়ক দিয়ে প্রতিদিন শতাধিক গাড়ি চলাচল করে এবং ফেরীযোগে নদী পার হয়।