মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর ॥
রাঙামাটির নানিয়ারচর উপজেলার সদর ইউনিয়নের লঞ্চ ঘাট এলাকায় কাপ্তাই হ্রদের চেঙ্গী নদী যেন কচুরিপানার ডোবা। যেদিকে তাকাই না কেন পানির কোন অস্তিত্ব দেখা না মিললেও চোখ যতদূর যায় দেখা যায় শুধু কচুরিপানা।
উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের মাধ্যমে লেকে কচুরিপানা ভরে যাচ্ছে। যার ফলে মাত্র ৫ মিনিটের নৌপথ পাড়ি দিতে সময় লাগে প্রায় ঘন্টা খানেক এমনটাই বলছেন স্থানীয় নৌ চালকরা। বোট চালক ত্যানালাল চাকমা জানায়, আমার বাসা নানিয়ারচর গুইলসাছড়িতে, সেখান থেকে আমি বোট চালিয়ে সদর বাজারে আসতে সময় লাগে মাত্র ৪/৫ মিনিট অথচ আমার ঘাট হতে সদর বাজারের ঘাট অব্দি কচুরিপানা বেড়ে যাওয়ায় আমার আসতে সময় লেগেছে এক ঘন্টারো বেশি।
বুধবার সদর বাজার এলাকায় সাপ্তাহিক হাট বাজার উপলক্ষে, নানিয়ারচর সদর বাজারের লঞ্চঘাট এলাকায় ভিড় জমায় নৌকা ও বোট সমুহ। প্রতি সপ্তাহে এই হাট বাজারের দিনে উপজেলার বিভিন্ন দুর্গম প্রান্ত হতে সড়ক ও নৌপথে হাটবাজারে আসেন ক্রেতাও বিক্রেতারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, চেঙ্গি নদীর ওপর কচুরিপানা বাড়াতে যানজটে ভোগান্তি হচ্ছে জনসাধারণের।