কাউখালী প্রতিনিধি
কাউখালী উপজেলার বেতবুনিয়া থেকে ৭০ লিটার চোলাই মদ, মদ পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিক্সাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেতবুনিয়া হেডম্যান পাড়া রাস্তার মুখে অস্থায়ী পুলিশ চেক পোস্ট বসিয়ে সিএনজি চালিত অটোরিক্সা তল্লাশিকালে তাদের আটক করা হয়। এসময় সিএনজিতে থাকা ৭০ লিটার চোলাই মদ পাওয়া যায়। সিএনজি’র চালক পালিয়ে গেলেও দু’জনকে আটক করে পুলিশ।
আটকরা হল- রাউজান উপজেলার আলাড়া ইউনিয়নের মো. আলমগীর (৩৬) ও রাউজান উপজেলার নোয়াপাড়ার জাহিদুল ইসলাম (২৬)।
আটকরা দীর্ঘদিন বিভিন্ন পথ ব্যবহার করে চোলাই মদ রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।
কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর জানান, কাউখালী থানা পুলিশের এসআই মো. আব্দুল মজিদ সরকার, এএসআই মো.আমানউল্ল্যাহ এর নেতৃত্বে পুলিশের একটি দল নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিক্সা তল্লাশি চালিয়ে পলিথিনে ভর্তি চোলাইমদসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ও মাদক পাচারে ব্যবহার করা গাড়িটিও জব্দ করা হয়েছে।