পানছড়ি প্রতিনিধি ॥
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উল্টাছড়ি ইউপির মানিক্যা পাড়া এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভার শুরুতেই জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়েছে। আলোচনা সভায় সমন্বয়ক সূর্য চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) পানছড়ি ইউনিটের সংগঠক বিজয় চাকমা।
বক্তারা বলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। একসাথে সকলকে মিলেমিশে থাকতে হবে।
এসময় সুগদানন্দ চাকমা, সাবেক প্রধান শিক্ষক জ্ঞানপ্রভাত তালুকদার, বাদশা কুমার ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, জয় কুমার চাকমা, সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি ইউনিট সভাপতি রিমেশ চাকমা উপস্থিত ছিলেন।