পানছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির পানছড়িতে গাঁজাসহ দুইজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটকরা হলেন- মো.তারা মিয়া (৫৮) ও মো. আজগর হোসেন (২৪) । তারা মিয়া পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মৃত. মনু মিয়ার সন্তান। অন্যদিকে মো. আজগর হোসেন একই উপজেলার দমদম এলাকার মৃত আব্দুল ওহাবের ছেল।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার এসআই মো.কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার ৪নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় আসামিদের তল্লাশি করলে তাদের নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসসয় তাদের আটক করে পুলিশ।
পানছড়ি থানার ইনচার্জ মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর থেকেই পুলিশ বিভিন্ন সময়ে মাদক উদ্ধার ও আটক করে অভিযান অব্যাহত রেখেছে। এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অত্র থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।