নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলার পানছড়িতে বাসায় ঢুকে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামে প্রসীত বিকাশ চাকমার নেতৃত্বাধীন ইউপিডিএফের এক সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে পানছড়ির দুর্গম দুদুকছড়ার ভারত সীমান্তবর্তী হাতিমারা এলাকায় এই ঘটনা ঘটে। বরুণ ওই এলাকার সুধীর বিকাশ চাকমার ছেলে।
ইউপিডিএফের খাগড়াছড়ির সংগঠক অংগ্য মারমা বলেন, সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির তিন থেকে চারজন অস্ত্রধারী বাসায় ঢুকে বরুণকে গুলি করে পালিয়ে যায়। বরুণ আমাদের সমর্থক ছিলেন। কর্মীদের না পেয়ে তারা আমাদের সমর্থকদের হত্যা করছে। পাহাড়ের পরিস্থিতি অশান্ত করছে জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই।
তবে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির কারো বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।