পানছড়ি প্রতিনিধি
দুর্গাপূজা ও সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)’তে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লোগাং জোন সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ও ১০ পূজামন্ডপের দায়িত্বরত সভাপতি অংশ নেন।
সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক অনাকাক্সিক্ষত ঘটনার প্রেক্ষিতে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও এলাকার শান্তি-সম্প্রীতি বজায় রাখার নিমিত্তে উপস্থিত নেতৃবৃন্দদের মতামতের ওপর গুরুত্বারোপ করা হয়।
পার্বত্য এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া।
এছাড়াও পানছড়ি উপজেলার শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে ১০টি পূজামন্ডপ বিজিবি সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।