পানছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) উদ্যোগে সেলাই কাজ জানা বেকার মহিলা, অসহায়-দুস্থ, অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান, ঢেউটিন, সোলার প্যানেল, সেলাই মেশিন, খেলাধুলা সামগ্রীসহ নানামুখী সেবা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া।
সেবা সামগ্রী বিতরণ শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন তিনি।
এদিকে আনুষ্ঠানিক কার্যক্রম শেষে উপস্থিত মানুষের মাঝে অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন ৩ বিজিবি’র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাঈমুল মুশফিক নাঈম।