মো. ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলার অভ্যন্তরীণ বোরো সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এসময় সরাসরি কৃষক ও মিলারদের নিকট থেকে ন্যায্যমূল্যে চলতি অভ্যন্তরীণ বোরো মৌসুম-২৩’র ধান-চাল সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়। রবিবার দুপুরে উপজেলা খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কফিল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার, গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মনি শংকর চাকমা, উপ খাদ্য পরিদর্শক ইসমাইল হোসেনসহ স্থানীয় চাষীরা উপস্থিত ছিলেন।
দমদম এলাকার মনির হোসেন জানায়, সরকারি গুদামে বাজারের তুলনায় ভালো দামে ধান বিক্রয় করতে পারায় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কফিল উদ্দিন জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৯০ মেট্রিক টন ধান ৩০ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।