মো. ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি’র অভিযানে অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ৩ বিজিবি’র অধীনস্থ গিলাতলী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৬২,৬৩০ টাকা মূল্যের ভারতীয় ভীমবার, গুড়া দুধ, জিরা, কম্ফোর্ট, সাবান, পাতা স্যাম্পু, বিভিন্ন প্রকার ক্রীম ও চিনি উদ্ধার করতে সক্ষম হয়।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে.কর্নেল মফিজুর রহমান ভূঁইয়া বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি সীমান্তের প্রতি কড়া নজরদারি সবসময় অব্যাহত থাকবে।