পানছড়ি প্রতিনিধি
ভারী বর্ষণ, জলাবদ্ধতা, ভূমিধসের কারণে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়ে এবং সাধারণ জীবনযাপনে দুর্ভোগের সৃষ্টি হয়। ফলে এসব দুর্যোগ মোকাবেলায় খাগড়াছড়ি জোনের অন্তর্গত পানছড়ি সাবজোনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ব্যক্তিবর্গের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সোমবার সকাল থেকে সনটিলা, ইটাখোলা এবং গঙ্গারাম এলাকায় ১০০ জন ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর মো. শরিফ আহমেদ, পিএসসি ও লেফটেন্যান্ট সাদ।
এসময় সাবজোন কমান্ডার বলেন, গত কয়েকদিন যাবত ভারী বর্ষণ জলাবদ্ধতা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে সহযোগিতা করার লক্ষ্যে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি নিদর্শনস্বরূপ এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা একসাথে থাকব এবং একে অপরকে সহায়তা করব।