মো:ইসমাইল, পানছড়ি
ঈদ মানে খুশি আর আনন্দ ভাগাভাগি করে নেওয়া। আর এই আনন্দকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় পানছড়ি সাব জোন মাঠে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে আশেপাশের এলাকা হতে আগত অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীসহ প্রায় ৩’ শতাধিক পরিবারের মাঝে তুলে দেয়া হয় এ উপহার সামগ্রী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
রিজিয়ন কমান্ডার গোলাম মহিউদ্দিন আহমেদ জানান, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।
এসময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো: জাহিদ হাসান, সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত, সদর জোনের উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর তালুকদার রাব্বী আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।