মো. ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়িতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) উদ্যোগে সেলাই কাজ জানা বেকার মহিলা, অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান, ঢেউটিন, সেলাই মেশিন, টিউবওয়েল, হুইল চেয়ারসহ নানামুখী সেবা সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে এলাকার দরিদ্র সীমার নিচে বসবাস করে এমন ১০০ পরিবারকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া।
সেবা সামগ্রী বিতরণ শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন তিনি।