মো. ইসমাইল, পানছড়ি
খাগড়াছড়ির পানছড়িতে ২০২১ সাল হতে জব্দকৃত প্রায় ছয় লাখ টাকা সমমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি। সোমবার বিকেলে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির লোগাং জোন সদর দপ্তরে জব্দকৃত এসব সামগ্রী ধ্বংস করা হয়। ধ্বংসকালে ৩৬৪ বোতল মদ, ২০১ বোতল বিয়ার এবং গাঁজা ও সিগারেট বিদ্যমান ছিল।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর হতে লোগাং জোনের দায়িত্বভার গ্রহণের পর থেকেই ‘মাদক মুক্ত সীমান্ত’ এবং ‘মাদকমুক্ত পানছড়ি’ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাদক, নারী ও শিশু পাচারসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ৩ বিজিবি।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক এবং লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া জানান, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর নিজস্ব গোয়েন্দা দল, বেসামরিক প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সর্বাত্মক সহযোগিতায় আমরা সীমান্তের চোরাচালান রোধে কাজ করে যাচ্ছি। পানছড়িকে মাদক মুক্ত করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়েনে ৩ বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের এই অভিযান চলমান থাকবে।