মো. ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে এবারের আলিম পরীক্ষায় শতভাগ পাশের হার নিশ্চিত করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। জিপিএ-৫ পেয়েছে ১জন। প্রকাশিত আলিম পরিক্ষার ফলাফলে পানছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা ৮ জনের মধ্যে ৮ জনই পাশ করে। এবং একই মাদ্রাসা থেকে একজন জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে মধ্যনগর সিনিয়র আলিম মাদ্রাসার চারজন পরিক্ষার্থীর মধ্যে ৪ জনই পাশ করে। ফলাফলে সন্তুষ্ট শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষকরা।
শিক্ষকরা জানান, আমরা শিক্ষার্থীদের ভালো পাঠদান দিতে সক্ষম হয়েছি। যার প্রমাণ এই ফলাফল। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।