মো. ইসমাইল, পানছড়ি ॥
পানছড়ির লোগাং ও ধুদুকছড়ায় বিশালাকারে রাস্তায় ভাঙ্গণ ধরেছে। পানছড়ি উপজেলার লোগাং বাজারে নব-নির্মিত সেতুর দক্ষিণ পাশের ভাঙ্গণ জরুরি ভিত্তিতে রোধ করা না গেলে সেতুটি যে কোন মুহূর্তে ধসে পড়তে পারে বলে জানিয়েছে এলাকাবাসী।
এলাকার কাজী সাদ্দাম, মিলন মিয়া ও আবুল হোসেন জানায়, এই রাস্তা দিয়ে লোগাং শান্তিনগরসহ সাত থেকে আটটি গ্রামের লোকসহ স্কুল-কলেজে পড়–য়াদের চলাচল রয়েছে। কিন্তু মাটি সরে গিয়ে বিশালাকার ভাঙণের ফলে সেতুটি ঝুঁকিতে রয়েছে।
এ ব্যাপারে কথা হয় পানছড়ি-খাগড়াছড়ি সড়কের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রনেন চাকমার সাথে। তিনি জানান, এই পত্রিকার প্রতিবেদকের কাছ থেকেই লোগাং সেতু এলাকার ভাঙণের কথা জানতে পেরেছি। খুব দ্রুত এর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ভারত সীমান্ত ঘেঁষে গড়ে উঠা ধুদুকছড়া- রুপসেন পাড়া সড়কটিও বিলীনের পথে। তাছাড়া ধুদুকছড়ার পাশে দীর্ঘ বছরের দোকানপাট গুলিও রয়েছে ঝুঁকিতে। আর মাত্র দু’তিন হাত গেলেই ছড়াগর্ভে বিলীন হবে দোকানপাটগুলো। এলাকার জ্ঞান রতন, বিদ্যা বিনয় ও মানিক রতন জানায়, এই সড়ক দিয়ে প্রতিদিন শতশত লোকের চলাচল। জনগুরুত্বপূর্ণ রাস্তাটির ভাঙণ রোধে দ্রুত ব্যবস্থা না নিলে খুব সহসাই বিলীন হয়ে যাবে।
জানা যায়, রাস্তাটি পানছগি এলজিইডির আওতাধীন। তাই এ ব্যাপারে কথা হয় পানছড়ি এলজিইডির প্রকৌশলী আবদুল খালেকের সাথে। তিনি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে রাস্তাটি নিয়ে আলাপন করেছি। কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। আশা রাখছি রিটানিং ওয়াল তৈরি করে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলা হবে।
এলাকাবাসীর দাবি, বিগত চার বছর আগে ধুদুকছড়ার সেতুটির দুই-তৃতীয়াংশ ভেঙ্গে কোন রকম ঝুলে থাকলেও আজো কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ সেতু দিয়ে চলতে গেলে মনে হয় কোনো খাদে প্রবেশ করছে। আবার সেই খাদ থেকে বের হয়ে ক্রমশ উপরের দিকে উঠতে থাকছি। তাই এ ব্যাপারেও উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছে সবাই।