পানছড়ি প্রতিনিধি
বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় পানছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মায়াকানন পার্কে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে পানছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মাহিমকে সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ এম এ বাশার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইসমাইলকে মনোনীত করা হয়।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে এস চাঙমা সত্যজিৎকে সহ-সভাপতি, মোফাজ্জল হোসেন ইলিয়াসকে যুগ্ম-সাধারণ সম্পাদক, রায়হান আহমেদকে অর্থ সম্পাদক, আনোয়ার হোসেনকে দফতর সম্পাদক, আরিফুল ইসলাম মুহিনকে প্রচার সম্পাদক ও নির্বাহী সদস্য হিসেবে নতুন ধন চাকমা, শাহজাহান কবির সাজু, রাশেদুজ্জামান অলি এবং সাধারণ সদস্য হিসেবে মিঠুন সাহা, হেলাল উদ্দিন, কাজী ইসমাইল বিন ইউসুফ মো. চাঁন মিয়াকে মনোনীত করে মোট ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।