পানছড়ি প্রতিনিধি ॥
পানছড়ি উপজেলার শিক্ষার বাতিঘর পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা শিক্ষকতা থেকে অবসরে গেলেন। গত বুধবার এলাকার প্রিয় এই স্যারের কর্মদিবসের শেষ দিন পার করেন।
১৯৯০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স-মাস্টার্স করা সমীর দত্ত চাকমা ইচ্ছে করলে অনেক উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারতেন। কিন্তুতিনি নিজ এলাকায় ১৯৯২ সালে কলেজ প্রতিষ্ঠা করে সেই আমলের বিরাজমান পরিস্থিতিতেও সেটা ধরে রেখেছিলেন। এছাড়াও তিনি ঐ কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসাবে দীর্ঘসময়ের কর্মময় জীবনে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উচ্চশিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করেন। অর্থের অভাবে পড়তে পারে না, পরীক্ষা দিতে পারে না এমন ছেলে-মেয়েদের জন্য তিনি ছিলেন পরম বন্ধু।
পানছড়ি-খাগড়াছড়ি সড়কের পাশেই কোলাহলমুক্ত সুন্দর এক পরিবেশে পানছড়ি সরকারি কলেজের অবস্থান। এই প্রতিষ্ঠানের প্রতিটি জায়গায় রয়েছে তাঁর শ্রম আর মেধা। তিনি শুধু পানছড়ি কলেজ-ই প্রতিষ্ঠা করেননি। প্রতিষ্ঠিত করেছেন পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, পানছড়ি মহিলা কলেজ ও ভাইবোনছড়া কলেজের মতো নামকরা প্রতিষ্ঠান।
এ দিন অধ্যক্ষের বিদায়ে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছিল পানছড়ি সরকারি কলেজ পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ড. গাজী গোলাম মাওলা।
বুধবার কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মোঃ মোশারফ হোসেন, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দিন শিশির, খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নীলোৎপল খীসা, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা।
এসময় কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শান্তিময় চাকমাকে দায়িত্ব হস্তান্তর করে দীর্ঘ ৩২ বছরের বছরের শিক্ষকতা জীবনের ইতি টানেন কিংবদন্তী অধ্যক্ষ সমীর দত্ত চাকমা।