মো. ইসমাইল, পানছড়ি
খাগড়াছড়ি জোনের তত্ত¡াবধানে পানছড়ি উপজেলায় পাহাড়ি-বাঙালি উভয় জনগোষ্ঠীর ব্যক্তিবর্গদের নিয়ে সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পানছড়ি সাবজোনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পানছড়ি সাবজোনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন পাহাড়ি-বাঙালী শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, রাজনৈতিক ব্যক্তিবর্গরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন, ক্যাপ্টেন মো. ফয়সাল আহাম্মেদ, পানছড়ি থানার ওসি মো.জসীম উদ্দিন।
সম্মেলনে শুরুতে দেশের তথা পার্বত্য চট্টগ্রামের বর্তমান বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন।
তিনি বলেন, আইন নিজের হাতে তুলে না নিবেন না। যেকোনো ঘটনা প্রশাসনকে অবহিত করবেন। গুজবে কান দিবেন না। সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নিবেন। যেকোন ইস্যুতে রাস্তা বøক করে রাখা, যা সাধারণ জনগণের ভোগান্তির কারণ। এসব থেকে সকলকে বিরত থাকতে হবে। এছাড়াও দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে পানছড়ি ফায়ার সার্ভিস ভবন, গাড়ি ভাঙচুর করাকে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এরূপ আচরণ সাধারণ জনগণের ক্ষতির কারণ।
তিনি আরো বলেন, আমাদের মিলেমিশে থাকতে হবে। আমরা চাই না আইন প্রয়োগ করি আপনাদের ওপর। এতে আপনাদেরই ক্ষতি। তাই আপনারা কোনো সংঘাত ঘটাবেন না। এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা মন্ডপগুলির নিরাপত্তার ব্যাপারেও তিনি জোরদার প্রচেষ্টা চালাবেন বলেও সকলকে আশ্বস্ত করেন।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, আমরা চুপ করে আছি বলে আমরা ভীতু এমনটা ভাববেন না। আমরা বল প্রয়োগ করতে চাই না। আমরা আপনাদের বারবার একটি ম্যাসেজ দিয়ে যাচ্ছি, আপনাদের ওপর আমাদের বল প্রয়োগ করতে বাধ্য করবেন না। যেকোনো সমস্যায় প্রশাসন আছে। প্রশাসনকে জানাবেন, গুজবে কান দিবেন না। সত্যতা যাচাই করবেন। আমরা সংঘাত চাই না। শান্তি চাই।
সম্মেলনের উন্মক্ত আলোচনার প্রেক্ষিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রস্তাব রাখেন পাহাড়ি-বাঙালি উভয় জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে একটি সম্প্রীতি কমিটি করা। যেন বিপদে-আপদে একে অপরের পাশে থাকতে পারে। এতে সম্মতি দেন উপস্থিত সকলেই।
সর্বোপরি একটি সুন্দর পানছড়ি উপহার দিতে সকলে মিলে কাজ করবেন বলে জানান উপস্থিত সকলেই।