লংগদু প্রতিনিধি
পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে পাহাড়ে বইছে সাজ সাজ রব। বৈসু-সাংগ্রাই- বিঝু ও বাংলা নববর্ষ উদযাপনে মেতেছে পাহাড়ের মানুষ। বাংলা বছরের শেষ দিনে নদী ও ছড়ার পানিতে ফুল ভাসিয়ে প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়েছে পাহাড়ী গ্রামগুলোতে।
বুধবার সকালে রাঙামাটির লংগদু উপজেলার বেশ কিছু এলাকাঘুরে পাহাড়ী গ্রামগুলোতে এমন আয়োজন দেখা গিয়েছে। বিশেষ করে উপজেলার করল্যাছড়ি, সোনাই, বড়াদম ও কাট্টলী এলাকায় উৎসবমূখর পরিবেশে ফুল বিঝু উদযাপিত হয়েছে।
এ সময় করল্যাছড়ি যুব সমাজের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, রাজনীতিবিদ শান্তি রঞ্জন চাকমা প্লেটো, পাড়া প্রধান রাজেশ্বর কার্বারী (তাতু), সমাজ সেবক এরিক চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও তিন শতাধিক তরুন-তরুনী অংশ গ্রহণ করে।
এদিকে সোনাই এলাকায় র্যালি ও ফুল ভাসানো উৎসব অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নির্পন চাকমা, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের সদস্য সুকৃতি চাকমা ও সমাজ সেবক সুশীল জীবন চাকমা উপস্থিত ছিলেন।
ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরানো বছরের গ্লানি মুছে নতুন বছর সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে এমনটাই প্রত্যাশা পাহাড়ের আদিবাসীদের।