নিজস্ব প্রতিবেদক,বান্দরবান
বান্দরবানে ছয়দিন ধরে অবিরাম বর্ষণে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। নাইক্ষ্যংছড়িতে পানিতে ভেসে ম্রো সম্প্রদায়ের ১ জন নিখোঁজ রয়েছে। পানিতে তলিয়ে যাওয়া ছাত্রাবাস থেকে ৩৪ জন শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দূর্যোগ পরিস্থিত মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবারও অবিরাম বর্ষণ অব্যাহত রয়েছে জেলার সাতটি উপজেলায়। বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে।
তবে এখনো কযেক লক্ষাধিক মানুষ পানি বন্দি অবস্থায় রয়েছে। পাহাড় ধসে কালাঘাটা গুদারপাড় এলাকায় পাহাড় ধসে মা-মেয়ে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-নূর নাহার (৪২) ও সাবুকননেছা (১৪)। অপরদিকে নাইক্ষ্যংছড়িতে পানিতে ভেসে ম্রো সম্প্রদায়ের ১ জন নিখোঁজ রয়েছে। অপরদিকে সদরের বিক্রি ছড়া এলাকায় পানিতে তলিয়ে যাওয়া ছাত্রাবাস থেকে ৩৪ জন শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে পরিস্থিতি মোকাবেলায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে সেনাবাহিনীর ও প্রশাসন জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রীগেডিয়ার জেনারেল গোলাম মো: মহিউদ্দিন, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, সদর জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান, সহ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত সেনাবাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্প খোলা হলো ২টি, সেনাবাহিনীর ১টি কন্ট্রোল।
বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, জেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লামা ও সদর উপজেলায়। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে কয়েকজন। ২৫৬ টি আশ্রয় কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও খবার সরবরাহ করা হচ্ছে।
বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রীগেডিয়ার জেনারেল গোলাম মো: মহিউদ্দিন, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, সেনাবাহিনীর ২টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প কাজ করছে। একাধিক টিম দূর্গতদের সহযোগিতায় কাজ করছে।
পানিবন্দী বান্দরবানে মা-মায়ের মৃত্যু,বিপর্যস্ত জনজীবন
Previous Articleতরুণদের নিয়েই দুর্যোগ মোকাবেলার যুদ্ধ কাউন্সিলর ইউসুফ’র
Next Article কর্ণফুলীতে তীব্র স্রোত,বন্ধ চন্দ্রঘোণার ফেরী চলাচল
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.