বিশেষ প্রতিবেদক,লংগদু
ট্রলারে (ইঞ্জিন চালিত নৌকা) পিকনিক খেয়ে পেরার পথে কাচালং নদীর উপর বৈদ্যুতিক তারের নিচ দিয়ে যাওয়ার সময় তারের সাথে শক লেগে পানিতে পড়ে ডুবে গিয়ে ছামাদুল হক (২৫) নামে ১জনের মৃত্যু হয় এবং মোঃ মামুন (১৮) ও মোঃ রাসেল (২০) নামে অপর ২জন গুরুতর আহত হয়। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনেকে চিকিৎসা দেয়া হয়। ডুবে যাওয়া ব্যাবক্তি সারারাত চেষ্ঠার পর পরেরদিন সকালে তার মৃত দেহ উদ্ধার করা হয়।
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ-গাথাছড়া সেতুর পাশে শনিবার সন্ধ্যায় কাচালং নদীতে এঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় উপজেলার মাইনীমূখ-গাঁথাছড়া সেতুর পাশে কাচালং নদীর উপর দিয়ে নিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচ দিয়ে একটি পিকনিকের যাওয়ার সময় তিন জনের শরীরে বিদ্যুতের তার লেগে যায়। এতে বিদ্যুতের শক খেয়ে ছামাদুল হক(২৫) নামের একজন সাথে সাথে পানিতে পড়ে ডুবে গিয়ে নিখোঁজ হয় এবং অপর দুইজন মোঃ মামুন (১৮) ও মোঃ রাসেল (২০) গুরুতর আহত হয়। আহত দুজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। নদীতে ডুবে যাওয়ার পর থেকে ছামাদুল হককে খুঁজতে স্থানীয় জেলে, সেনাবাহিনী, পুলিশ, আনসার ব্যাটালিয়নের সদস্যরা সারা রাত চেষ্টার পর পরের দিন রোববার সকালে ৭টার সময় তার মৃতদেহ উদ্ধাবর হয়। এদের তিন জনের বাড়ী মাইনীমুখ ইউনিয়নের গাথাঁছড়া এলাকায় ।
এব্যাপারে লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে গিয়েছি এবং ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে । নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয়েছে।
এদিকে খবর পেয়ে লংগদু সেনা জোনের সেনাবাহিনীর একটি টিম, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যৌথভাবে লোকাল ডুবুরি এনে উদ্ধার অভিযান চালিয়েছে।