নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি পাবলিক কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার আসামবস্তিস্থ কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্থনীতি বিভাগের প্রভাষক শর্মী চাকমা’র সঞ্চালনায় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক আদনান পাশা সুজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের প্রভাষক মুকুল কান্তি ত্রিপুরা।
এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক রাসেল সাহা, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আবু কাউছার, পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক রেখসোনা খানম। এসময় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. মোবারক হোসেন ও বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ফুজাইল ইসলাম। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আকাশ চাকমা ও সুশীল কুমার চাকমা।
এসময় বক্তারা বলেন, তোমরা এই দেশ এবং জাতির আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীদিনের এই দেশ তথা সমাজের পরিচালক। আমরা চাই তোমরা সফল হয়ে কলেজের সুনাম বয়ে আনবে। পিতামাতা এবং দেশবাসীর মুখ উজ্জ্বল করো। সুনাগরিক হও, তোমরা শিক্ষিত হও, ভালো মানুষ হও এবং সর্বোপরি দক্ষ মানবসম্পদ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ কর।