জিয়াউল জিয়া
রাঙামাটিতে পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের হ্যাপির মোড় এলাকা প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটির নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম প্রমুখ।
বিশ্বব্যাপী সিভিল সার্ভিস সদস্যদের জন্যই এ দিবস। সিভিল সার্ভিস হোক সেবামুখী ও জনমুখী-এ প্রত্যাশায় জাতিসংঘের উদ্যোগে সারা বিশ্বে দিবসটি উদযাপিত হয়ে থাকে।এ দিবস থেকে অনুপ্রেরণা নিয়েই বাংলাদেশে জাতীয় পাবলিক সার্ভিস ডে পালন করা হয়।
বক্তরা বলেন, বর্তমান সরকার সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হয়েছে। আগে যারা সার্ভিস গ্রহণ করতেন, তারা সরকারি দপ্তরসমূহে ছুটে যেতেন। আর এখন সরকারি কর্মচারীরা সার্ভিস গ্রহণকারীদের খুঁজে বের করেন এবং সার্ভিস দিয়ে নিজেদের ধন্য মনে করেন। আর এখন ঘরে বসেই মোবাইলের মাধ্যমেই সবা পাচ্ছেন সেবাগ্রহীতারা।
‘প্রতিবছর নতুন নতুন সেবাক্ষেত্র বাড়ছে, ডিজিটাল-আওতা বাড়ছে। আগের চেয়ে অনেক সহজে জনগণ বা সেবাগ্রহীতারা খুশিমুখে বরণ করছে সরকারের সেবাগুলো। কাজের সচ্ছতা থাকা জরুরী। কারো সৎ উদ্দেশ্য থাকলে তিনি কোন কিছু লুকিয়ে রাখবেন না। নিয়ম মেনে সকল কর্মকর্তাদের চলার অনুরোধ জানান জেলা প্রশাসক।’