নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে কৃষক ও নারীদের উন্নয়নে মিশ্র ফলের চারা, কৃষি সরঞ্জাম ও গরুর বাচুর বিতরণ করা হয়েছে। শুক্রবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে সরঞ্জামগুলো বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাজেমী, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, বান্দরবান হর্টিকালচারের উপ-পরিচালক কৃষিবিদ আমিনুর রশিদসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাগেছে, পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন সমবায় সমিতি ও কৃষকদের মাঝে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার, ধান মাড়াই, পাওয়ার ফুট স্প্রে মেশিন, মৌ বক্স, পানি পাম্ম মেশিন, গরুর বাছুর এবং বিভিন্ন ধরণের ফলদ এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষক এবং কৃষির উন্নয়নে সরকারের নানামুখী উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি’সহ কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। পার্বত্যবাসীর কল্যাণে আন্তরিক সরকার। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটন শিল্পের উন্নয়নে সরকার বিভিন্ন ধরণের আরও অনেকগুলো উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। আওয়ামীলীগ সরকারের আন্তরিকতায় পার্বত্যঞ্চলের মানুষ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।