‘পার্বত্য অঞ্চলে মান সম্মত শিক্ষা ও কর্মসংস্থানের পর্যাপ্ততা’ শীর্ষক আলোচনা সভা শনিবার দুপুরে লামা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বেসরকারী সংস্থা ইনেশিয়েটিভ ফর হিলি পিপলস্ ডেভেলপমেন্টের (আইএইচপিডি) ও মার্তিক ডেভেলপমেন্ট সোসাইটি’র (এমডিএস) যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করে। আইএইচপিডি’র চেয়ারম্যান ও ২৯৩নং ছাগল খাইয়া মৌজা হেডম্যান মংক্যচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মাতামুহুরী ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশ্রাফ, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ ও লামা প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। মার্তিক ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা আমিনুল হক তুষারের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মার্তিক ডেভেলপমেন্ট সোসাইটি’র চেয়ারম্যান এ.এইচ.এম. ইশতিয়াক হাসান, নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন, অর্থ সম্পাদক মো. মাহফুল উলুøাহ লিমন, আইএইচপিডি’র নির্বাহী পরিচালক মংছিংপ্রু মার্মা, লামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও হলি চাইল্ড পাবলিক স্কুলের চেয়ারম্যান সাংবাদিক মো. তানফিজুর রহমান, মাতামুহুরী কলেজের ছাত্র আক্তার হোসেন, নুরু মোহাম্মদ, জেসি মার্মা, নুংএম্যা মার্মা প্রমুখ। আলোচনায় স্কুল, কলেজ পড়–য়া শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকা ও পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা না থাকায় এ সকল শিক্ষকরা শিক্ষাদানে আগ্রহী থাকেনা, ফলে শিশুদের মানসম্মত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে ব্যাপকভাবে।