‘পার্বত্য অঞ্চলের মানুষ দেশের জন্য বোঝা নয়, সম্পদ, কাজের মাধ্যমে এটা সকলকে প্রমান করতে হবে। পাহাড়ে যতগুলো উন্নয়ন প্রতিষ্ঠান কাজ করুক না কেন পার্বত্য চট্টগ্রাম উ্ন্নয়ন বোর্ড হচ্ছে সবচেয়ে বড় প্রতিষ্ঠান।’
শনিবার রাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে পার্বত্য সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উ্ন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ,যগ্ম সচিব শাহীনুল ইসলাম,রাঙামাটির জেলা প্রশাসক মোস্তফা কামাল ,পুলিশ সুপার আমেনা বেগম।
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ছিল আমার প্রশাসনিক কাজ শেখার প্রশিক্ষন কেন্দ্র। অনেকে সফল রাজনীতিবিদ,এমপি,মন্ত্রী হতে পারে, কিন্তু প্রশাসনিক কাজের দক্ষতা সকলে অর্জন করতে পারেনা। কিন্ত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হওয়ার ফলে তা আমি অর্জন করতে পেরেছি ।
তিনি বলেন,পার্বত্যাঞ্চলে যত বিভাগ কাজ করেছে পাহাড়ের বিভিন্ন জায়গায় সকল মানুষ মনে করতো এটা মনে হয় উন্নয়ন বোর্ডের কাজ। প্রধানমন্ত্রী উ্ন্নয়ন বোর্ডকে গুরুত্ব সহকারে নিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম, উ্ন্নয়ন বোর্ড আইন আশা করছি অল্প কিছুদিনের মধ্যে সংসদে পাস হয়ে যাবে।
তিনি বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশ্যে বলেন, নিজ দায়িত্বের প্রতি সচেতন হয়ে সকলকে কাজ করতে হবে। কেউ যদি নিজ নিজ কর্মক্ষেত্রে ফাঁকি ও দায়িত্বহীনতার পরিচয় দেন তাহলে ভবিষ্যৎ প্রজন্মও একই পথের অনুসারী হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটির জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, যেকোন কাজের জন্য টিম ওয়ার্ক লাগে। সেই টিম ওয়ার্কটা এখানে আছে। এভাবে চলতে থাকলে সীমাহীন সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রাম অনেক দুর এগিয়ে যাবে। এখানে মানবিক বিষয়গুলো জয়ের শ্লোগান দিচ্ছে। তিনি পার্বত্য প্রতিমন্ত্রী ও পার্বত্য সচিবকে উদ্দেশ্য করে বলেন, পার্বত্য জনপদে যদি দুজন ব্যক্তি যুগপথ থাকে তাহলে পার্বত্য জনপদ উন্নয়নের জোয়ারে ভাসবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সত্যজিৎ বড়–য়া,আইসিডিপির প্রকল্প ব্যবস্থাপক মো: জানে আলম, সিনিয়র পরিকল্পনা কর্মকর্তা প্রীতি কান্তি ত্রিপুরা, উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যান পরিষদের সভাপতি শামীম জাহাঙ্গীর, চন্দনা বড়–য়া ও আবুল হোসেন।
এর আগে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও পার্বত্য সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরাকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানান উন্নয়ন বোর্ডের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মাচারীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।