সাইফুল হাসান
রজতজয়ন্তীতে বাংলাদেশ বেতার রাঙামাটি প্রেক্ষাপট সমস্যা ও সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশ বেতার রাঙামাটির আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মো: কামাল উদ্দীন, সনাক সভাপতি নিরুপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি প্রতিবন্ধি স্কুল ও পুর্নাবাসন কেন্দ্রের পরিচালক নুরুল আবছার। সেমিনারে মূল প্রবন্ধ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ আঞ্চলিক পরিচালক মো: সেলিম।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ বেতার রাঙামাটির রূপ-বৈচিত্র, সৌন্দর্য্য এবং পার্বত্য অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরার জন্যে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চল অন্য সকল জেলার থেকে ভিন্ন, এখানে বিভিন্ন জাতি গোষ্টির সাহিত্য ও সাংস্কৃতিক ভিন্নতা রয়েছে। যা তুলে ধরতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ বেতার রাঙামাটি আঞ্চলিক কেন্দ্র। সামনের দিনে আরও বেশি অনুষ্ঠান উপস্থাপনার মধ্যে দিয়ে বেতার এ সংস্কৃতি তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন বক্তারা।
সেমিনার শেষে বাংলাদেশ বেতার রাঙামাটি আঞ্চলিক কেন্দ্রের শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।