নিজস্ব প্রতিবেদক ॥
‘আর্ত মানবতার সেবায় পার্বত্য কাব্য’ স্লোগানে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে পার্বত্য কাব্যের পক্ষ থেকে ভালোবাসার উপহারস্বরূপ স্বল্প আয়ের মানুষদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে রাঙামাটি শহরের কলেজগেইটে একটি কনফারেন্স রুমে এই সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অর্থ সহায়তা অনুষ্ঠানে পার্বত্য কাব্যের সাধারণ সম্পাদক কবি রেজাউল করিম মিন্টুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কবি হাসান মনজু প্রধান উপদেষ্টা পার্বত্য কাব্য, কবি লক্ষী চন্দ অনলাইন পরিচালক পার্বত্য কাব্য, কবি মলয় ত্রিপুরা কিশোর সংগঠক পার্বত্য কাব্য ও পার্বত্য কাব্যের সংগঠক কবি নাজিমুদ্দিন।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা যারা পার্বত্য কাব্যকে অর্থ দিয়ে সহযোগিতা করে পার্বত্য কাব্যের এই মানবিক উদ্যোগকে সফল করতে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পার্বত্য কাব্যের এই উদ্যোগকে স্বাগত জানান। আলোচনা শেষে অর্ধশতাধিক স্বল্প আয়ের মানুষদের মাঝে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে পার্বত্য কাব্যের পক্ষ থেকে ভালোবাসার উপহার স্বরূপ জন প্রতি ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।