পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৫-১৬ অর্থ বছরের ৩য় পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বুধবার উন্নয়ন বোর্ডের নবনির্মিত বোর্ড রুমে এই সভার আয়োজন করা হয়। বোর্ডের চেয়ারম্যান ও সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসির এতে সভাপতিত্ব করেন। সভায় মূল আলোচ্য বিষয়গুলো হলো গত ১১ নভেম্বর ২০১৬ খ্রি: তারিখে অনুষ্ঠিত পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং ২০১৫-১৬ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের ফেব্রুয়ারি’১৬ খ্রিঃ পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা।
শুরুতেই পরিচালনা বোর্ড সভায় সভাপতি নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি সূচনা বক্তব্য রাখেন। এতে তিনি বাংলাদেশসহ বিশ্বের ১৯৩টি দেশ জাতিসংঘের এসডিজি চুক্তিতে স্বাক্ষর করেছে বলে বোর্ড সভা সকলকে অবহিত করেন। এসডিজিতে ১৭টি লক্ষ্য রয়েছে, লক্ষ্যসমূহ বাস্তবায়নে উদ্দেশ্যে কাজ করা জন্য তিনি বোর্ড সভা সকলকে আহবান জানান।
সভাপতি মহোদয় পরিচালনা বোর্ড সভায় সকল সদস্যকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতির পরিদর্শন করা জন্য আহ্বান জানান। সভায় বিবিধ আলোচনায় উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগানে সামাজিক সুবিধাদি উন্নয়ন ও রাবার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি আধুনিকায়ন প্রকল্প নিয়ে ও বিস্তারিত আলোচনা হয়।
সভায় পার্বত্য চট্টগ্রাম বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ (যুগ্ম-সচিব), বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম (যুগ্ম-সচিব), সদস্য-বাস্তবায়ন (যুগ্ম-সচিব) মোঃ মনজুরুল আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবিএম নাসিরুল আলম, সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়–য়া, রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, বোর্ডের আইসিডিপি প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইয়াছিন, বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ, উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগানের সামাজিক সুবিধাদি উন্নয়ন এবং রাবার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি আধুনিকায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সুখময় চাকমা এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) পুষ্প বিকাশ চাকমাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শুরু হওয়ার পূর্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বোর্ড সভার জন্য প্রস্তুতকরণ বোর্ড রুম উদ্বোধন করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্র্ডের জনসংযোগ কর্মকর্তা মংছেনলাইন রাখাইন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।