‘প্রায় ৩৩৫ বর্গ কিলোমিটার আয়তনের একটি উপজেলায়, মাত্র ৩০ কিলোমিটার পাকা সড়ক! এতো বড় উপজেলায় এটি খুবই কম। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আছে। তারা কী করছে? হাজার হাজার কোটি টাকা তাদের উন্নয়ন বাজেট। এই টাকা কোথায় যায়? জনপ্রতিনিধিসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিগণ, আপনারা কী করছেন?’
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্যের একপর্যায়ে এসব প্রশ্ন তুলে ধরেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।
তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে জোর দিয়ে সবার প্রতি আহবান জানিয়ে আরও বলেন, “আপনাদের চাহিদা পূরণে উপজেলার চেয়ারম্যান, ইউএনও, জেলা প্রশাসক, উন্নয়ন বোর্ডকে কাজে লাগান। মেধা মননশীলতা দিয়ে পৃথিবীর সব দেশ প্রাকৃতিক সৌন্দর্যকে নিজেদের আর্থিক, সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজে লাগায়। আর আমরা প্রকৃতির সৌন্দর্যকে দিনকে দিনে নষ্ট করে দিচ্ছি। সরকার পার্বত্য এলাকায় কোনো জাতিগোষ্ঠীর, ধর্মের পরিচয়ে উন্নয়ন চিন্তা করছে না। কোনো ভেদাভেদ করছে না। সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে। আমাদের আত্মা এক অভিন্ন। সামাজিক, সাংস্কৃতিক, জাতিগত, ধর্মীয় অনুশাসনের প্রতি সম্মান রেখে আমরা এগিয়ে যাবো। সবার সমানভাবে উন্নয়ন হবে। মানুষের উন্নয়ন দরকার।”
পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে ২৪ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে আয়োজিত এই মতবিনিময় সভায়, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্তী।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সরকার, জনগণের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। জনগণের সমস্যা সমাধানে প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যদি মনে করেন আপনি ন্যায় বিচার পাচ্ছেন না, সরকারি সেবা যথাযথভাবে মিলছে না, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তৌহিদুল ইসলাম সঞ্চালিত মতবিনিময় সভায় এসময় অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আলম, প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব, উপজেলার পাঁচটি ইউনিয়নের জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোমিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, হেডম্যান, কার্বারী, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মচারী, ব্যবসায়ী নেতৃবৃন্দ।
স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন, প্যানেল চেয়ারম্যান, ২৪২ নং পুজগাং মৌজার হেডম্যান ও পুজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ৩নং সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন।