নিজস্ব প্রতিবেদক
‘একটি সুস্থধারার গনতান্ত্রিক ও যুক্তিবাদি সমাজ বিনির্মাণে বিতর্কই হতে পারে সবচে শক্তিশালী মাধ্যম এবং একজন সত্যিকারের মেধাবী বিতার্কিকই হতে পারেন,দেশপ্রেমিক ও দায়িত্বশীল রাজনীতিবিদ’-শনিবার রাঙামাটিতে এক বিতর্ক কর্মশালায় এমন কথাই বলেছেন অতিথিরা।
রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানটির অর্ধশতাধিক শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেয়।
পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশন’র উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফজলে এলাহী,তানিয়া এ্যানি,তুষার ধর,রায়হান সাঈদ,অভিষেক বৈদ্য ও চৈতি ঘোষ।
তিনঘন্টার এই কর্মশালায় অংশগ্রহনকারিদের বিতর্ক আন্দোলন ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে সম্যক জ্ঞান দেয়ার পাশাপাশি বিতর্কের নিয়ম,স্ক্রিপ্ট রাইটিং,উচ্চারন,বাচনভঙ্গী,উপস্থাপনা,যুক্তিপ্রয়োগ ও খন্ডনসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে একটি প্রদর্শনী বিতর্ক আয়োজন করে হাতেকলমে পুরো প্রক্রিয়াটি সম্পর্কে প্রশিক্ষন প্রদান করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক এইচ এম আনোয়ার উল্লাহ,সমাপনীতে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নারায়ন চন্দ্র দাশ ও মোঃ হানিফ সরকার।
অতিথি হিসেবে উপস্থিত শিক্ষকরা বিতর্কের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোকপাত করে বলেন, বিতর্ক শিল্পের প্রসার ও পরিচর্যার মধ্য দিয়েই একটি সত্যিকার গনতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠিত হতে পারে।