১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধির সংশোধনের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু লারমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাথে ১৯০০ সালের পার্বত্য শাসন বিধি সাংঘর্ষিক হওয়ার কারণে পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে বড় বাধাগ্রস্থ হচ্ছে।
পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন হচ্ছে না দাবি করে তিনি আরও বলেন, সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রহী নয়। সরকার পার্বত্য চুক্তি প্রতি পদে পদে চুক্তি লংঘন করে চলেছে।
সোমবার রাঙামাটিতে স্থায়িত্বশীল সুশাসন কৌশল হিসেবে জনসচেতনা বৃদ্ধির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় প্রাতিষ্ঠানিক আইনসমুহের গতিশীলকরন প্রকল্প আয়োজিত পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।
বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও নওজোয়ানের উদ্যোগে আশিকা সন্মেলন কক্ষে বিশাখা তংচঙ্গ্যার পরিচালনায় পরামর্শক সভায় সভাপতিত্ব করেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন সিএইটি হেডম্যান এসোসিয়েসনের ভাইস প্রেসিডেন্ট শক্তিপদ ত্রিপুরা, নারী নেত্রী টুকু তালুকদার, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উথিন সিন মারমা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আশিকার কর্মকর্তা রিপন চাকমা এবং আলোচনার মূল বিষয়বস্তুু উপস্থাপন করেন আশিকার প্রোগ্রাম ডিরেক্টর এ্যাডভোকেট কক্সী তালুকদার।
সভায় সন্তু লারমা বলেন, পার্বত্য অঞ্চলের উপজেলা, ইউনিয়ন পরিষদ, হেডম্যান কার্বারীদের প্রশাসনিক কার্যক্রম এখনো অনেক দুর্বল পর্যায়ে রয়ে গেছে। এটির একটি কারণ রাজনৈতিক দিকও হতে পারে। কারণ উপজেলা ইউপি হেডম্যান কার্বারীদের মধ্যেও নানা দলের প্রতিনিধি রয়েছে।
সন্তু লারমা বলেন, পার্বত্য চুক্তি অনুযায়ী পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প থাকার কথা নয়। কিন্তু চুক্তির পরও এখনো সেনাবাহিনী তাদের কার্যক্রম চালাচ্ছে। বিরাজমান এসব পরিস্থিতির কারণে এক ধরনের অস্থিতিশীল প্রশাসন কার্যক্রম চলছে। জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদের শাসন ব্যবস্থাকে গুরুত্ব না দিয়ে পার্বত্য জেলার ডেপুটি কমিশনাররা তাদের শাসন ব্যবস্থা চালিয়ে যাচ্ছে যা শান্তিুচুক্তির বিরোধী হচ্ছে।
দিনব্যাপী পরামর্শক সভায় প্রথাগত ও সামাজিক নেতৃবৃন্দ, উন্নয়নকর্মী ও সংবাদমাধ্যম কর্মীরা অংশ নেন।