নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চুক্তির সাংঘর্ষিক ধারাসমূহ সংশোধনসহ পার্বত্য চট্টগ্রাম হতে অবৈধ অস্ত্র উদ্ধার, প্রত্যাহারকৃত সেনাক্যাম্পসমূহ পুনঃস্থাপন ও পাহাড়ের পুলিশ বাহিনীকে আধুনিকায়নের দাবিতে মানববন্ধন পালন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। শুক্রবার সকালে শহরের বনরূপায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে খাগড়াছড়িতে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারেরও দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি কাজী মো. জালোয়ারা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, পৌর শাখার সভাপতি পারভেজ মোশারফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিব আজমসহ অন্যান্য নেতৃব্ন্দৃ।
এসময় বক্তারা পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের চাঁদাবাজি ও সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে বলেন, পার্বত্য চুক্তির যেসব সাংঘর্ষিক ধারা রয়েছে, সেগুলো অতিসত্ত¡র সংশোধন করতে হবে। ভ‚মি নিষ্পত্তি কমিশন বৈষম্যমূলক আচরণ করছে, তাই এই কমিশন বিলুপ্ত করতে হবে। যেসব সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে, সেসব পুনরায় স্থাপন করে এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বক্তারা বলেন, বার বার বলার পর জেলা পরিষদে নির্বাচন হচ্ছে না, আগামীতে দ্রæত জেলা পরিষদের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। পাহাড়ে অপহরণ রাজনীতি বন্ধের দাবি জানিয়ে খাগড়াছড়িতে অপহৃত ব্যবসায়ী রাসেলকে দ্রæত উদ্ধারের দাবি জানানো হয়। দীর্ঘদিন ধরে নাগরিক পরিষদ যেসব দাবি জানিয়ে আসছে সেসব পূরণে প্রার্থীদের ইশতেহারে প্রতিশ্রæতি চায় পরিষদের নেতৃবৃন্দ।