জিয়াউল জিয়া
সংবিধানের সাথে সাংঘর্ষিক পূর্বক পার্বত্য চুক্তি পুনঃমূল্যায়নের দাবিতে সংবাদ সম্মেলন।সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যানারে শহরের একটি রেস্তুোরায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সভাপতি শাব্বির আহম্মদ, সাধরন সম্পাদক সোলামান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক,পৌর কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম প্রমুখ।লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সভাপতি শাব্বির আহম্মদ।
তিনি উল্লেখ করেন, পার্বত্য চুক্তির ২৭ বছরে চরটি সন্ত্রাসী গ্রুপের কারনে পাহাড়ে চাদাবাজি ও তাদের নিজের মধ্যে সংর্ঘষের কারনে আশান্তিতে পাহাড়ের মানুষ। ভূমি ব্যবস্থাপনার কারনে বাঙালিরা বাস্তুচ্যুত হচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে, প্রধান উপদেষ্টার কাছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাংলাদেশের পবিত্র সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাগুলো সংশোধন করে পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙালিদের মধ্যে বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়। একই সাথে চুক্তির পুনঃমূল্যায়ন, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার আপসার, পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রত্যাহারকৃত নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুনঃস্থাপনের জোর দাবি জানানো হয়।