নিজস্ব প্রতিবেদক ॥
চট্টগ্রামের ডিআইজি আহসান হাবিব বলেছেন, তিন পার্বত্য জেলায় পর্যটন শিল্পের প্রচুর সম্ভাবনা রয়েছে, বিনা বাধায় পর্যটকদের আসতে দিন, দেখবেন পাহাড়ের অর্থনীতি অবস্থা ঘুরে দাঁড়াবে, এলাকায় উন্নয়ন হবে। মালয়েশিয়া বালি, থাইল্যান্ড, সুইজারল্যান্ড বিশ্বের বিভিন্ন দেশের অপরূপ সৌন্দর্য্যকে কাজে লাগিয়ে পর্যটকদের আকর্ষণ করেছে। পাহাড়ে নিরাপত্তার কাজে আইনশৃঙ্খলা বাহিনীসহ সেনাবাহিনী দায়িত্বে রয়েছে। বুধবার বিকালে জেলা পুলিশ সুপার কনফারেন্স রুমে সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, যার যার ধর্ম সেই পালন করবে। ধর্ম নিয়ে গুজব ছড়ানো কারো উচিত না। প্রতিটি ধর্মে শান্তির কথা বলা হয়েছে।
জেলা পুলিশ সুপারের ড. এসএম ফরহাদ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাবেক সিভিল সার্জন ডা. সুপ্রিয় বড়–য়া, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, জেলা জনসংহতি সমিতির সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমা, পৌর জামায়াতের আমির মো. জাহাঙ্গীর আলম, কালী মন্দিরের সভাপতি আশীষ কুমার দে।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার বলেন, রাঙামাটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় সরকারিভাবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে স্ব উদ্যোগে সিসি ক্যামেরা বসালে অপরাধ প্রবণতা কমে আসবে। এখনো পাহাড়ে ছাত্রলীগ, যুবলীগের কাছে প্রচুর অস্ত্র রয়েছে, এসব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান। এসব অস্ত্র ব্যবহার করে বেতবুনিয়া ও রাজস্থলীতে বিএনপি কমীদের হত্যা করা হয়েছে। তিনি আওয়ামীলীগের সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।