নিজস্ব প্রতিবেদক
‘মৌসুমী আবহাওয়ার প্রভাব ও অতিবৃষ্টির কারণে যে সকল বিদ্যালয়সমূহে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সম্ভাব্য ভূমিধসে বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে,সেসকল বিদ্যালয়সমূহের শ্রেণী কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ’ ঘোষণা করেছে সরকার।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘পলিসি ও অপারেশন বিভাগের’ সহকারি পরিচালক নাসরিন সুলতানা সাক্ষরিত এক অফিস আদেশে সমতলের কিছু জেলাসহ পার্বত্য তিন জেলার জন্য এই নির্দেশনা দেয়া হয়েছে।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা জানিয়েছেন, আমাদের কাছে যে নির্দেশনা এসেছে সেই মোতাবেক সকল প্রাথমিক বিদ্যালয়ই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত আসেনি।’