জিয়াউল জিয়া
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নব নিযুক্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এই গণসংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরীসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এসময় জেলা, শহর ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুজেন্দ্র লাল ত্রিপুরকে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সমতলের তুলনায় তিন পার্বত্য জেলা এখনো অনেক পিছিয়ে। যার মধ্যে রাঙামটি অন্যতম। এখনো অনেক উপজেলায় বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, মোবাইল নেটওয়ার্কসহ নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার মানুষ। আপনার দায়িত্বকালীন সময়ে এই অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখার অনুরোধ জানান বক্তারা।
এসময় সংর্বধিত অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আজ আমাকে ফুল দিয়ে যেভাবে বরণ করেছেন এটি আমরা আজীবন মনে থাকবে। এই ফুল আজকের পর আর কোন কাজে আসবে না। কিন্তু যেভাবে বরণ করছেন তা আমার হৃদয়ে গাঁথা থাকবে। আমি চাই রাঙামাটির মানুষকে হৃদয়ে গেঁথে রাখতে।
আমরা ২০০১ সালে আর ফিরে যেতে চাই না, সেই সময় আমাদের অনেক নেতাকর্মীদের বাড়ি ছাড়া করেছিলো বিএনপি। আমরা ২০০৮ সালে ক্ষমতায় আসার পর কোন বিএনপির নেতাকর্মীদের বাড়ি ছাড়া হতে হয়নি। আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করি না। আমাদের পাঁচ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেত্বে আমরা এগিয়ে যেতে চাই। পার্বত্য চট্টগ্রামের শান্তি স¤প্রতির বাধা অব্যাহত রাখতে পারলে এই এলাকার মানুষের জীবন মান উন্নয়ন হবে। তাই স্মার্ট পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে সকালের সহযোগিতা চাই।
প্রতিমন্ত্রী আরও বলেন, শান্তি সংগ্রামে, শান্তির অন্বেষণে সবাইকে কাজ করতে হবে শান্তি প্রতিষ্ঠার জন্য। অবৈধ অস্ত্র দিয়ে জনগণের কল্যাণ করা যায় না। যারা এই অবৈধ অস্ত্র ব্যবহার করছে, তারা নিজের ফায়দা ও শক্তি প্রদর্শন করার জন্য করছে। একটা স্বাধীন দেশে এরা বেশিদিন টিকে থাকতে পারে না। সবাইকে সাথে পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।