হেফাজত সবুজ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সংসদীয় কমিটির সভাপতি বীর বাহাদুর উ শৈ সিং এমপির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য দীপংকর তালুকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, জ্বরতী তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, কে এস মং, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ কমিটির অন্যান্য সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করেন।
সভা শেষে সংসদীয় কমিটির সভাপতি বীর বাহাদুর উ শৈ সিং সাংবাদিকদের বলেন, তিন পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষার অগ্রগতি, যোগাযোগ, পর্যটনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও আগামীতে আরও কি কি করা যায় সেই বিষয়ে ফলপ্রসু অলোচনা হয়েছে। যা আগামীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। বান্দরবানে চলমাল কেএনএফ ইস্যু নিয়ে কি আলোচনা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে সভায় কোন আলোচনা হয়নি। বিষয়টি আইনশৃঙ্খলা সংক্রান্ত। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখছে।
কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা জানান, পার্বত্য এলাকা উন্নয়নে হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। পার্বত্য এলাকা উন্নয়নের জন্য প্রয়োজন শান্ত পরিবেশ। আমরা চাই পার্বত্য এলাকার সকল সম্প্রদায়ের মানুষ শন্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রার সাথে সামিল হবো। পরিস্থিতি ঘোলাটে করলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আমরা সবাই উন্নয়ন চাই। সাজেকের মত এলাকায় শিক্ষা, চিকিৎসা, ও সুপেয় পানির জন্য একশ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। এভাবেই আমরা এগিয়ে যেতে চাই।