নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
অন্তর্বর্তীকালীন সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগে স্থানীয়দের সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন পাহাড়ি শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এসময় কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষার্থী উকিং ওয়াং মার্মা, আইনজীবী উবাথোয়াই মারমা, এডিশন চকমা, বিটন তঞ্চগ্যা, হিরো খেয়াং, ফেকরু ম্রো, সইনাং খুমীসহ পাহাড়ি সমাজের বিভিন্ন ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামীলীগ সরকার পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতীকালীন সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে এ ব্যাপারে পাহাড়ে কোন অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করা হয়নি। পার্বত্য চট্টগ্রাম একটি বিশেষায়িত অঞ্চল হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে পাহাড়ে মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে বাদ দিয়ে স্থানীয়দের সঙ্গে আলাপ-আলোচনা করে গ্রহণযোগ্য কাউকে নিয়োগ দেওয়ার আহবান জানান তারা। প্রতিবাদ সমাবেশে বান্দরবানে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বর্তীকালীন সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। ১১ আগস্ট শপথ গ্রহণ করেন তিনি।