জিয়াউল জিয়া ও মিশু মল্লিক
যদি সংস্কার ব্যতিত নির্বাচন দেয়া হয়, সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সে নির্বাচন জনগন গ্রহণ করবে না। তাড়াহুড়ার কিছু নাই, আগে প্রয়োজনীয় সংস্কার করে, তারপর নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
সোমবার বিকেলে রাঙামাটি শহরের পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষে গণ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পার্বত্য শান্তিচুক্তি করা ভুল ছিলো। একই সাথে পার্বত্য এলাকায় বিদ্যমান সকল কোটা বাতিলের দাবি জানিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকল নিয়োগ সম্পন্ন করার দাবি করেন তিনি।
পাহাড়ে সকলের ভূমি বসবাসের অধিকার দাবি করে তিনি বলেন, এখানে বাঙালি-পাহাড়ি কোন ভেদাভেদ থাকবে না। পাহাড়ের নিরাপত্তা বাড়াতে সীমান্তে সড়ক দ্রুত শেষে করতে হবে। আমাদের দেশের এক ইঞ্চিও মাটিও কাউকে দখল করতে দিবো না। দখল করতে চাইলে রক্ত দিয়ে তা প্রতিহত করবো।
বক্তব্যে তিনি আরও বলেন, আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয় তাহলে সংসদে জাতীয় সরকার গঠন হবে। যেখানে প্রতিটি মানুষের প্রতিনিধি সংসদে থাকবে। প্রত্যেকে সংসদে কথা বলতে পারবে। বিএনপিও জাতীয় সরকার চায়। আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পিআর সিস্টেম নির্বাচন। অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ পিআর সিস্টেম নির্বাচন প্রদানের দাবি করছি।
তিনি আরও বলেন, ইসলামী সরকার ক্ষমতায় আসলে সাম্যের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। ইসলামী অর্থনীতি গরিবদের জন্য। যে পরিমাণ টাকা লুট করা হয়েছে সেগুলো গরিবদের জন্য যদি দেয়া হতো দেশে কোন গরিব থাকবে না। প্রতিটি শিশু দেড় লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে জন্ম গ্রহন করছে বলে দাবি করেন তিনি।
গণ সমাবেশ ইমলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীনের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন, ইমলামী আন্দোলন বাংলাদেশ প্রসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক
সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম, মাওলানা আরিফ মেহের উদ্দিন, আলহাজ্ব মোঃ শরিফুল আলম চৌধুরী প্রমুখ।