বিশেষ প্রতিনিধি,কাপ্তাই
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের ৪ জন কর্মকর্তা-কর্মচারী জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার কাজের স্বীকৃতি হিসাবে ওই ৪ জনকে চেক, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি বন সংরক্ষক কার্যালয়ের প্রধান সহকারী মোহাম্মদ কাইয়ুম। এসময় অন্যান্যের মদ্যে বক্তব্য রাখেন কাপ্তাই পাল্পউড দপ্তরের প্রধান সহকারী মোঃনআনোয়ার হোসেন। জাতীয় শুদ্ধা চার পুরস্কারপ্রাপ্তরা হল রাজভিলা রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন, রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন মিয়া, মোঃ গোলাম সাখলাইন,রাইখালী বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ হাসান।
পরে বিভাগীয় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার তুলে দেয়। এসময় কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।