নিজস্ব প্রতিবেদক
পাহাড়ধসে রাঙামাটির বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ির দীঘিনালা সড়ক সাত ঘণ্টা বন্ধ ছিল। সেনাবাহিনী ও সড়ক বিভাগের যৌথ প্রচেষ্টায় সাত ঘণ্টা পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সাথে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার দুপুরে দেড়টার দিকে পাহাড়ধসে সড়কে পড়া মাটি অপসারণের পর যান চলাচল শুরু হয়। এর আগে ভারী বর্ষণে বাঘাইছড়ি উপজেলার দুই টিলা নামক স্থানে পাহাড়ধসে সড়কের মাটি পড়ায় শুক্রবার সকাল থেকে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয়রা জানানয়, মধ্যরাতে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের একটি বড় অংশ সড়কের ওপর ধসে পড়ে সারাদেশের সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে সকাল ৬টা থেকে কাজ শুরু করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সদস্যরা। পরে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার নিয়ে যোগ দেয় সড়ক বিভাগ। পরে দীর্ঘ সাত ঘন্টা ধরে পাহাড়ের মাটি সরিয়ে দুপুর দেড়টা থেকে যানচলাচল স্বাভাবিক হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, গতরাতের বৃষ্টিপাতের ফলে পাহাড়ের কিছু মাটিধসে এসে সড়কের ওপর পড়াতে সকাল থেকে যান চলাচল বন্ধ থাকে। সকাল থেকে সেনাবাহিনী ও সড়ক বিভাগ মাটি অপসারণের কাজে নিয়োজিত ছিল। দুপুর দেড়টার দিকে মাটি অপসারণের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।