ইয়াছিন রানা সোহেল ॥
পাহাড়ের উন্নয়নে প্রধান বাধা হচ্ছে অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজি। পাহাড়ের অবৈধ অস্ত্রের ঝনঝনানি চিরতরে থামানো গেলে শান্তি ফিরে আসবে এবং উন্নয়ন কার্যক্রম আরো ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশের সাঁড়াশি অভিযানের ফলে পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ অস্ত্রের দৌরাত্ম্য কিছুটা কমেছে। এই ধারা অব্যাহত রেখে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত করতে হবে বলে দীপংকর তালুকদার উল্লেখ করেন। রবিবার রাঙামাটি জেলায় বিশেষ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পর্যটন হলিডে কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামসুদ্দোহা চৌধুরী, জুরছড়ি উপজেলার বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা।
দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদন করা হয় এবং পুরো পার্বত্য চট্টগ্রামে প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন করা হয়েছে এবং এই ধারা অব্যাহত রয়েছে।
কর্মশালায় জেলার উন্নয়ন পরিকল্পনার ধারণাপত্র বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিস্তারিত বর্ণনা তুলে ধরেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।