নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে ২টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন। উন্নয়ন কাজগুলো হচ্ছে: সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে বান্দরবান বুদ্ধ ট্যাম্পল প্রধান সড়কমুখ থেকে কানাপাড়া পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক নির্মাণ এবং তিন কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল রেইচা গ্রামীণ বাজার সেট নির্মাণ।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার অরুপ কুমার সিংহ, পৌর কাউন্সিলর সেলিম রেজা উপস্থিত ছিলেন। এদিকে উদ্বোধনের সময় পার্বত্য মন্ত্রী রেইছা এলাকায় বান্দরবান কেরানীহাট সড়কের পাশে সৌন্দর্য বর্ধণে তিনটি কৃষ্ণচূড়া, সোনালু, রাধাচূড়া গাছের চারা লাগান। এছাড়াও রেইছা ইউনিয়নের গরীব দুস্থ মানুষদের ভিজিডি চাল বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে অত্যন্ত আন্তরিক বর্তমান সরকার। পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামোসহ সামগ্রিক উন্নয়নে কাজ করছে সরকার। পরিকল্পিত উন্নয়ন পিছিয়ে পড়া পাহাড়ী জনপদের মানুষ আর্থ-সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে। পাহাড়ের মানুষরা এখন আগের মত পিছিয়ে নেই। সর্বত্র ক্ষেত্রেই এগিয়েছে অনেক দূর। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে আগামীতেঁ আওয়ামীলীগ সরকারের পাশে থাকার আহবান জানান মন্ত্রী।