লংগদু প্রতিনিধি ॥
আজকের শিশু আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হয়ে মানুষের কল্যাণে কাজ করবে। তাই শিশুদের প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে। পাহাড়ের দরিদ্র অনেক অভিভাবকের সামর্থ্য নাই তাদের সন্তানদের সঠিক পরিচর্যা করার। পাশাপাশি যোগাযোগের দুর্গমতা শিশুদের শিক্ষা গ্রহণের একটি বড় বাধা। বর্তমানে সরকারের পাশাপাশি অনেক বেসরকারি উন্নয়ন সংস্থা শিশুদের শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। তবে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প (আগাপে) ব্যতিক্রম। তারা শিশুদের শিক্ষা, খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। আমি মনে করি পাহাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের সার্বিক কল্যাণে কাজ করছেন তারা (আগাপে)। বৃহস্পতিবার সকালে লংগদুর ডানে আটারকছড়া এলাকায় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য আছমা বেগম।
প্রকল্পের উপদেষ্টা কালি মোহন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন লংগদু উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও লংগদু উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান সাবরিনা তানিয়া হাওয়া, আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দারদা খান আরমান, আটারকছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য স্মরণিকা চাকমা প্রমূখ। প্রকল্পের ব্যবস্থাপক রিজয় ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন প্রকল্পের উদ্যোক্তা প্রীতি বিকাশ চাকমা, রেংকায্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনমিত্র চাকমা, অভিভাবক মোহাম্মদ ইব্রাহিম প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে ২৮৬ শিশু কিশোর শিক্ষা সহায়ক নানা উপকরণ গ্রহণের পাশাপাশি চিকিৎসাসেবা ও কর্মমূখী শিক্ষা গ্রহণ করছে। এছাড়াও প্রাক-প্রাথমিকে শিক্ষা গ্রহণ করছে আরো দেড় শতাধিক শিশু শিক্ষার্থী। এই সকল শিশুদের পরিবার অতি দারিদ্র্যতার মধ্যে বসবাস করে। তারা শিশুদের তিনবেলা খাবারই নিয়মিত যোগান দিতে পারে না। তাই এই প্রকল্পের মাধ্যমে শিশুদের শিক্ষার পাশাপাশি দরিদ্র পরিবারগুলোকেও সাবলম্বী করতে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও এই সকল শিশুরা তাদের ২৫ বছর বয়স পর্যন্ত প্রকল্প থেকে শিক্ষা সহায়তা পাবেন। প্রায় একযুগ ধরে লংগদু উপজেলার দুর্গম ডানে আটারকছড়া, করল্যাছড়ি, বগাপাড়া, শিলাছড়া, ছোট কাকড়াখিয়া, শিমুলতলী এলাকার দরিদ্র পরিবারের মাঝে শিক্ষার আলো ছড়াতে কাজ করছে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-আগাপে।
অনুষ্ঠানে প্রকল্পের উপকারভোগি শিশু এবং তাদের পরিবারের মাঝে শিক্ষা ও নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিরা। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে প্রকল্পের সুবিধাভোগী শিশু কিশোররা।