নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
পাহাড়ে স্থায়ী শান্তি স্থাপন করার জন্য সেনাবাহিনীর কাজ করছে। কোন গোষ্ঠী বা দলের অপতৎপরতা ধ্বংস করতে সেনাবাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলে জানান খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার শরীফ মোহাম্মদ আমান হাসান। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির রিজিয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
এসময় খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জীতেন বড়ুয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রিজিয়ন কমান্ডার বলেন, অপারেশন উত্তরণের আওতায় পাহাড়ে সকল সংস্থার সাথে সমন্বয় রেখে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসীদের নির্মূল করে সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে। সভা থেকে জেলার শান্তি সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।